সুবর্ণবাঙল প্রতিবেদন
বিএনপি লোগো
সরকার পতনের পর সমমনা দল ও জোটের সঙ্গে আবারও বৈঠক করতে যাচ্ছে বিএনপি। আজ রোববার থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
জানা যায়, বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে। এরপর সন্ধ্যা ৭টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিএনপির প্রেস সচিব শায়রুল কবির খান জানান, বাকি দল ও জোটগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠক করবে দলটি।
বর্তমান পরিস্থিতিতে কীভাবে ঐক্যবদ্ধ থেকে কাজ করা যায়, সে বিষয়ে বৈঠকে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আলোচনা হবে। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন অগ্রাধিকার পাবে।
বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মী যারা এখনো কারাবন্দি রয়েছেন, তাদের মুক্ত করা ও মামলা সুরাহার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়টিও গুরুত্ব পাবে আলোচনায়।