২০২৪-এ লোকসভা ভোটে, ‘ইন্ডিয়া’ বনাম এনডিএ

আন্তর্জাতিক রাজনীতি

সুবর্ণবাঙলা ওয়েবডেস্ক

পাটনার বৈঠকে সুর বেঁধে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রেই যেন চব্বিশের মহারণে জোট বেঁধে নেমে পড়ল দেশের ধর্মনিরপেক্ষ দলগুলি। আর বিজেপি বিরোধী সেই মহাজোটের নামও ঠিক হয়ে গেল বেঙ্গালুরুর মেগা বৈঠকে। আগামী লোকসভা ভোটে তাই বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বিরুদ্ধে জোটবদ্ধ লড়াইয়ে নামতে প্রস্তুত নতুন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট। সেই জোটের নামকরণও হয়ে গেল আজকের বৈঠকেই। বিজেপি বিরোধী মহাজোটের নতুন নাম হতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স বা সংক্ষেপে ইন্ডিয়া।

এদিন জোটের মোটো কী হবে তা বৈঠকের প্রাক্কালেই স্পষ্ট করা হয়েছিল বিরোধী দলগুলির তরফে। বলা হয়েছিল, বিরোধী জোটের লক্ষ্য এবারের লড়াই “এক নেতা বনাম মোদি” নয়, লড়াই মোদি বনাম জনতা। ‘ন্যাশনাল ডিজাস্টার অ্যালায়েন্সের’ সঙ্গে লড়াই আম জনতার। বিরোধীদের সেই বক্তব্যই স্পষ্ট হল এই নামের মধ্যে দিয়ে। আজকের বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিরোধীদের একজোট হওয়ার এই ছবি দেখে ওদের (বিজেপি) কী অবস্থা হচ্ছে, বুঝতেই পারছেন।ঘাবড়ে গিয়েছে ওরা।’ আর সেটা কিছুক্ষণ আগেই স্পষ্ট করেন প্রধানমন্ত্রী নিজেই। সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিরোধী জোটের কড়া ভাষায় সমালোচনা শোনা যায় তাঁর গলায়। তিনি বলেন, ‘যারা নির্দিষ্ট কোনও সম্প্রদায়কে অপমান করে আদালতের সাজা পায় কিংবা যারা কোটি কোটি টাকার দুর্নীতি করে তারাই এই জোটে আগে স্থান পাবে। এদের কাছে দেশ আগে নয়। পরিবারতন্ত্রই এদের কাছে আগে’। তবে নামকরণ জোট প্রক্রিয়ার প্রথম ধাপ মাত্র।

বিজেপির বিরুদ্ধে সংগঠিতভাবে লড়তে গেলে আরও অনেক বিষয়ে ঐক্যমত হতে হবে প্রত্যেকটা দলকে। তবে আজ বৈঠকের শুরুতেই এই বিষয়ে প্রত্যয়ী বার্তা দেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গ।ে তিনি বলেন, ‘ ক্ষমতা বা প্রধানমন্ত্রীর পদে কংগ্রেসের আগ্রহ নেই। আমাদের কারও উদ্দেশ্য ক্ষমতা দখল নয়। বরং দেশের সংবিধান,গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও ন্যায় রক্ষাই আমাদের লক্ষ্য’।২৪-এর নির্বাচনে বিরোধী দলগুলির ঐক্যমত গঠনের ক্ষেত্রে এই বার্তা যথেষ্ট উপযোগী হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *