সুশান্ত মামলায় রিয়ার স্বস্তি !

বিনোদন

সুবর্ণবাঙলা বিনোদন

ধাপে ধাপে এগোচ্ছেন রিয়া চক্রবর্তী! মঙ্গলবার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর এক ঘোষণা তাঁকে স্বস্তি দিয়েছে।

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় তিনি জামিন পেয়েছিলেন। সেই জামিনকে চ্যালেঞ্জ করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। খবর, মঙ্গলবার সেই মামলায় নতুন রায়। সিবিআই ২০২২-এর অক্টোবরে রিয়াকে দেওয়া জামিনের চ্যালেঞ্জ প্রত্যাহার করছে।

জামিনের চ্যালেঞ্জ প্রত্যাহারের পাশাপাশি সংস্থাটি আরও জানিয়েছে, বম্বে হাইকোর্টের ব্যাখ্যা অনুসারে, রিয়ার বিরুদ্ধে ধারা ২৭এ (যার অধীনে অবৈধ ট্র্যাফিক অর্থায়ন এবং অপরাধীদের আশ্রয় দেওয়ার জন্য একজনকে সর্বোচ্চ ২০ বছরের জন্য জেলে পাঠানো যেতে পারে) বহাল রাখা হচ্ছে। সঠিক সময়ে তিনি এই ধারার বিরুদ্ধে আবেদন বা চ্যালেঞ্জ জানাতে পারবেন।

২০২০-র ১৪ জুন সুশান্ত আচমকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ সারা দেশ। এরপরেই প্রয়াত অভিনেতার বাবা কে কে সিং সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এনে মামলা দায়ের করেন। ‘ছিছোঁড়ে’ অভিনেতার মৃত্যুর কয়েক মাস পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) অভিনেতার মৃত্যুর নেপথ্য কারণ হিসেবে মাদকাসক্তিকে জুড়ে দেয়। মাদক মামলায় গ্রেফতার করে রিয়া এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে। পরে তাঁরা দু’জনেই জামিনে মুক্তি পান।

রিয়াকে বড়পর্দায় শেষ দেখা গিয়েছে ‘চেহেরে’ ছবিতে। তাঁকে এখন রিয়েলিটি শো ‘রোডিজ: কর্ম ইয়া কাণ্ড’তে দেখা যাচ্ছে। তিনি প্রিন্স নরুলা এবং গৌতম গুলাটির সঙ্গে ‘গ্যাং লিডার’ হিসেবে শো’তে যোগ দিয়েছেন। অভিনেত্রী তাঁর প্রতিভায় ক্রমাগত শো-এর শিরোনামে থাকছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *