সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

আইন আদালত জাতীয় রাজনীতি

সুবর্ণবাঙলা ডেস্ক


সাফি মুদ্দাসির খান জ্যোতি। ছবি : সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাইবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানী আশুলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ।

ঢাকা জেলার এসপি আহম্মদ মুঈদ বলেন, রাজধানী আশুলিয়া থানায় একটি দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গতকাল শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, ছাত্র আন্দোলনের সময় গোলাগুলিতে একাধিক আহতের ঘটনায় ভুক্তভোগী এক পরিবারের দায়ের করা মামলায় (মামলা নং ২৬) গ্রেপ্তার করা হয়েছে জ্যোতিকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হবে জ্যোতিকে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসছে। সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেপ্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *