স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশকে ফলোঅনে পাঠানোর সুযোগ ছিল ভারতের সামনে। স্বাগতিকদের ৩৭৬ রানের বিপরীতে বাংলাদেশ মাত্র ১৪৯ রানে গুটিয়ে যাওয়ার পর আবার ব্যাটিংয়ে নামাকে সমীচীন মনে করেছে ভারত। ৩ উইকেটে ৮১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। দিন শেষে তাদের লিড দাঁড়িয়েছে ৩০৮ রান।
তৃতীয় দিনে লিডটাকে বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যেতে চাইবে ভারত। বাংলাদেশকে কত রানের লক্ষ্য দিতে চায় স্বাগতিকরা, সে ব্যাপারে ধারণা দিয়েছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো স্কোর করতে হবে। এখান থেকে আমাদের আরও ১২০-১৫০ রান করতে হবে। তারপর তাদের যত দ্রুত সম্ভব অলআউট করার চেষ্টা করতে হবে।’
সাধারণত চেপকের উইকেট স্পিনারদের জন্য সহায়ক হলেও চলতি টেস্টে পেসাররা ভালো করেছেন। বাংলাদেশের হাসান মাহমুদ ৫ উইকেট নিয়েছেন, ৪ উইকেট শিকার করেছেন ভারতের জশপ্রীত বুমরাহ।
দুই উইকেট ঝুলিতে পোরা বাঁহাতি স্পিনার জাদেজাও মনে করছেন উইকেট পেসারদের বাড়তি সুবিধা দিচ্ছে, ‘পিচ ব্যাটিংয়ের জন্য খুব ভালো, কিন্তু ফাস্ট বোলারদের জন্য এখানে আলাদা কিছু ছিল।’
আর চার উইকেট পেলে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক ছোঁবেন। জাদেজা আশাবাদী, ‘আমার বোলিং নিয়ে খুশি। এই মাঠে তিনশতম টেস্ট উইকেট নেওয়ার দারুণ সুযোগ।’