যুদ্ধ শুরুর আগেই বড় ধাক্কা খেল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা ডেস্ক

ইসরায়েলের হামলায় লেবাননে বিধ্বস্ত ভবন। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরুর আগেই বড় ধাক্কা খেল লেবানন। পেজার বিস্ফোরণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর পাল্টাপাল্টি হামলা চালায় তেল আবিব ও বৈরুত। তবে এতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে লেবাননেরই। ইসরায়েলের একের পর এক হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহত হয়েছে অর্ধশতাধিক।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ইসরায়েলের চালানো ওই হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডারের নাম ইব্রাহিম আকিল। ইসরায়েলের সামরিক বাহিনী আকিলের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। যদিও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার কথা নিশ্চিত করেনি।

আকিল লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এলিট ‘রাদওয়ান বাহিনীর’ জ্যেষ্ঠ নেতা ছিলেন। হামলার সময় তিনি একটি বৈঠকে ছিলেন। লেবাননের প্রতিরোধ যোদ্ধা এবং ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে ওই বৈঠক চলছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের হামলায় দুটি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে।

গত মঙ্গল ও বুধবার লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ব্যবহার করা কয়েক হাজার পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৭ জন নিহত ও ৩ হাজার মানুষ আহত হন। এত বড় ধাক্কার পরপর আকিলসহ অন্য কমান্ডারদের হারিয়ে বেশ বেকায়দায় পড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। গেল জুলাইয়ে প্রতিরোধ যোদ্ধাদের আরেকজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছিল ইসরায়েল।

লেবাননের প্রাণকেন্দ্রে ইসরায়েলের হামলা

ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা। ছবি : সংগৃহীত

লেবাননের একেবারে প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চলীয় একটি উপশহরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি-এনএনএ জানিয়েছে, হতাহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে। একটি ভবনে হামলা চালানোর পর ওই শিশুরা হতাহত হয়। আবাসিক এলাকায় এফ-৩৫ যুদ্ধবিমান দিয়ে দুটি হামলা চালানো হয় জানায় এনএনএ।

তবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা লেবাননের রাজধানীতে একটি ‘টার্গেটেড স্ট্রাইক’ চালিয়েছে। হামলার স্থান লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের গুরুত্বপূর্ণ দাহিয়াহ ফ্যাসিলিটির কাছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে এ ঘটনায় বিস্তারিত কিছু জানায়নি তারা।

আলজাজিরা জানিয়েছে, দাহিয়াহ লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের শক্ত অবস্থান হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, টার্গেটেড আততায়ী হামলা চালানো হয়েছে সেখানে। এর আগেও এই এলাকায় হামলা চালানো হয়েছে। শুক্রবারের ওই হামলায় বেসামরিক ব্যক্তি হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *