চেন্নাই টেস্টে রফিককে ছাড়িয়ে সাকিবের অনন্য কীর্তি

খেলাধুলা
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার এখন সাকিব আল হাসান। সাবেক স্পিনার মোহাম্মদ রফিককে ছাড়িয়ে সবচেয়ে বেশি বয়সে দেশের হয়ে টেস্ট খেলার কীর্তি গড়লেন তিনি।

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের তৃতীয় দিন সাকিব খেলতে নামেন ৩৭ বছর ১৮১ দিন বয়সে। আর রফিক তার শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন ৩৭ বছর ১৮০ দিন বয়সে।

২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান রফিক।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ডটি ইংলিশ কিংবদন্তি উইলফ্রেড রোডসের। ১৯৩০ সালে নিজের শেষ টেস্টটি ৫২ বছর ১৬৫ দিনে খেলেছিলেন তিনি।

সাকিব অবশ্য চেন্নাই টেস্টে খুব একটা পারফর্ম করতে পারেননি। ২১ ওভার বল করে ১২৯ রান দিয়ে কোনো উইকেট পাননি। ব্যাট হাতে অবশ্য প্রথম ইনিংসে দলীয় সর্বোচ্চ ৩২ রান এসেছিল তার ব্যাটে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *