হত্যা মামলায় ওলামালীগ নেতা ফয়েজ গ্রেফতার

জাতীয় রাজনীতি

সুবর্ণবাঙলা ডেস্ক

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় আহমেদকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ওলামালীগ নেতা ফয়জুল ইসলাম ফয়েজকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে সাভারের আমিনবাজার এলাকা থেকে ওলামালীগ নেতা ফয়জুল ইসলাম ফয়েজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম। শনিবার তাকে তিন দিনের রিকমেন্ডের আবেদন জানিয়ে কোর্টে পাঠানো হয়েছে।

গ্রেফতার কৃত ফয়জুল রহমান ফয়েজ (৩৫) সাভারের আমিন বাজার ইউনিয়নের নরসিংহপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি আমিন বাজার ইউনিয়নের ওলামালীগের সভাপতি বলে জানা যায়।

মামলার এজাহার সূত্র জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় আহমেদ সাভারের থানা রোডে মুক্তিমোড় এলাকার আসেন। সেখানে ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে একাত্মতা পোষণ করে ছাত্র আন্দোলনে যোগ দেন তিনি।

এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমে এবং প্ররোচনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা আরও আসামিরা হামলা করে। এ সময় আসামিদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনরত ছাত্রদের ধাওয়া করে এবং এলোপাতাড়ি পেটায় এবং আগ্নেয়াস্ত্র দিয়ে উপর্যুপরি গুলি করে। হৃদয়ের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন ৮ আগস্ট সকালে হৃদয়ের মৃত্যু হয়।

এ ঘটনায় ৩১ আগস্ট নিহত হৃদয়ের বাবা রাজু আহম্মেদ বাদি হয়ে সাভার মডেল থানায় ১১৭ জনের নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। ওই মামলার এজাহার ভুক্ত আসামি ওলামালীগ নেতা ফয়জুল ইসলাম ফয়েজ।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম বলেন, বিকালে সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ফয়জুল ইসলাম ফয়েজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও ৬ আগস্ট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *