শাশুড়িকে হত্যা করে বাক্সে রাখল পুত্রবধূ

আইন আদালত জাতীয় মফস্বল

অনলাইন ডেস্ক


এভাবেই বাক্সে মরদেহ লুকিয়ে রাখা হয়।

শাশুড়িকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন পুত্রবধূ। পরে প্রতিবেশীরা মরদেহ দেখতে পেয়ে পুত্রবধূ ও তার মাকে আটক করে পুলিশের হাতে তুলেন দেন। রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ১নং ওয়ার্ডের নয়াডিঙ্গী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত হায়াতুন নেসা (৬০) ওই গ্রামের মৃত মাহমুদ কাজীর স্ত্রী। পুত্রবধূ রুনা বেগম (২৮) ও তার মা বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হায়াতুন নেসার একমাত্র ছেলে কাজী খালেক সৌদি আরব প্রবাসী। একতলা বাড়িতে বউ-শাশুড়ি বসবাস করতেন। কিন্তু পুত্রবধূ-শাশুড়ির মধ্যে তেমন বনিবনা হতো না। প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় সকালে বা দিনের যেকোনো সময় শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ স্টিলের বাক্সে লুকিয়ে রাখেন পুত্রবধূ। দুপুরের দিকে ঘরে তালা দিয়ে পুত্রবধূ বাবার বাড়িতে চলে যান। সন্ধ্যার দিকে তার মাকে সঙ্গে নিয়ে বাড়িতে ফেরেন।

তারা জানান, প্রতিবেশীরা তার কাছে শাশুড়ির খোঁজ জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। বিষয়টি প্রতিবেশীদের সন্দেহ হলে তারা ঘরে গিয়ে স্টিলের বাক্সের ভেতর মরদেহ দেখতে পান। পরে পুত্রবধূ ও তার মাকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুত্রবধূ ও তার মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হয়েছে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *