বিয়ের আশ্বাস দিয়ে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান বিশ্ববিদ্যালয় শিক্ষক

আইন আদালত শিক্ষা-গবেষণা ও ক্যাম্পাস

পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-এর এক ছাত্রীর সঙ্গে শিক্ষকের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর লিখিত অভিযোগের পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অভিযুক্ত শিক্ষককে।

এ ঘটনায় ক্যাম্পাসে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষক সুব্রত কুমার বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক এবং পাবনার ঈশ্বরদী পৌরসভার পোস্ট অফিস এলাকার বাসিন্দা। অন্যদিকে ভুক্তভোগী ছাত্রী একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

পাবিপ্রবি সূত্র জানায়, প্রায় দু’বছরের বেশি সময় ধরে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শিক্ষক সুব্রত কুমার বিশ্বাসের। এক পর্যায়ে বিয়ের আশ্বাসে তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু শিক্ষক সুব্রত পরবর্তীতে ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। উপায়ান্তর না পেয়ে ভুক্তভোগী ছাত্রী বিয়ের দাবিতে বিভাগের চেয়ারম্যান বরাবর অভিযোগ দেন।

এই অভিযোগের পর বুধবার বিষয়টি জানাজানি হলে ক্যাম্পাসে তোলপাড় সৃষ্টি হয়। পাবিপ্রবি সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান খাদিজাতুল কুবরা বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। এজন্য ক্লাস ও পরীক্ষাসহ একাডেমিক সব কার্যক্রম থেকে ওই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপাচার্য বরাবর তদন্ত রিপোর্ট রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছি। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সুব্রত কুমার বিশ্বাসের কোনো বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *