এসব কী ঘটছে, দেশটা কি মগের মুল্লুকই হয়ে গেল?

আইন আদালত জাতীয়

সুবর্ণবাঙলা ডেস্ক

চট্টগ্রাম শহরের মাঝির ঘাটে সন্ত্রাসীদের হঠাত আক্রমনের পর হাসপাতালে চিকিৎসাধীন  মো. মাহ বুবুর রহমান

বলা যায়, খোদ ড. ইউনুস সাহেবের ঘরের ঘটনা এটি। পারিবারিক সম্পত্তির বিরোধ নিয়ে পাশবিক আক্রমন এবং সেটিকে রাজনৈতিক রঙে রঞ্জিত করে, ঘটনার বৈধতা দেওয়ার কুৎসিত প্রয়াস। দুটি দল এখন পরের কাঁধে বন্দুক রেখে নিজেদের পেশি শক্তির প্রভাব দেখাতে যেমন নানা ধরণের দথল বাজিতে লিপ্ত। তেমনি তাদের কেউকেউ ধান্ধাবাজদের ভাড়াটিয়া হিসেবে যেনো ১৫ বছরের ক্ষতি পুষিয়ে নিতে ব্যাস্ত! আর এসমস্ত ঘটছে স্থানীয় নেতাদের গোচরেই। এমকি কখনো কখনো তাদের প্রত্যখ্য মদদে! এর দায়ভার অবশ্যই অন্তর্বতীকালিন সরকার  এড়াতে পারে না। যার ঘটনাটি উল্লেখ করছি- আমার জানা মতে তিনি, মনে মননে সকল রাজনীতির উর্ধের একজন কর্মযোগি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠক অন্তপ্রাণ ব্যক্তি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থা হতেই তিনি এই সব কাজে জড়িত। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সদস্য, অঙ্গন থিয়েটার ইউনিটের সাধারণ সম্পাদক, মাঝির ঘাট মহল্লার সমাজ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, মুকুল মেলার উপদেষ্টা,”আমরা একুশ” চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একুশ তম ব্যাচ (চট্টগ্রাম) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাঙলা সম্মিলনের সদস্য। তাঁর বন্ধু মহলে মাহবুবুর রহমান একটি সৌজন্য ও শালিনতার ব্রাণ্ডের নাম। গত ০৯/১০/২০২৪ তারিখ বিকেল ৪:৩০ টায মোঃ ফরিদ ও মোঃ রাসেদ পিতা- মরহুম মোঃ শফিক থানা- সদরঘাট (পান রাশেদ) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী আক্রমন করে, গুরুতর আহত করে। এই সন্ত্রাসী মহল এখনো নানা ভাবে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে।

একজন সর্বজন পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজ কর্মীর যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে তা, সহজেই অনুমেয়।এক্ষেত্রে আমরা শুধু বর্তমান সরকারের উদ্যেশ্যে এই গানটাই গাইতে পারি- ‘মধু হই হই বিষ খাওয়াইলা’…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *