ইতিহাসে বারবার তাবেদাররাই পরাজিত

খোলা কলাম রাজনীতি
সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
মার্কিন সরকারের দুই বৃহৎ দালাল মার্কিনদ্বারা পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের দিকে নিয়ে যাচ্ছে দেশকে। ড.ইউনুসকে জাতির প্রত্যক্ষে রেখেছে ইলিউশান হিসেবে। পরোক্ষে কাজ করছে আলী রিয়াজ গংরা। জামায়াতের এটিটিউড এবং আরও কিছু বিষয় লক্ষ্য করলেই তা স্পষ্ট। যেমন কারাগার থেকে জঙ্গিদের মুক্ত করন এবং সঙ্গে বহুদাগী আসামি পালায়ন। প্রমাণিত ও সাজা প্রাপ্ত তাদের ধরার ব্যাপারে এই অনির্বাচিত তাবেদার সরকারের কি কোনো তৎপরতা লক্ষকরা যায়?
এখনো থানা থেকে লোট হওয়া যে দেড়হাজার আগ্নেয়াস্ত্র ও প্রায় আড়াই লাখ গুলাবারুদ অনুদ্ধারকৃত রয়েছে সে গুলোকি প্রতি বিপ্লবের ভয়েই কি উদ্ধার করা হচ্ছে না? আইন শৃঙ্খলা রক্ষায় এই সরকারের নীতি আপাত ভাবে বিএনপির দখলবাজির সহায়ক মনে হলেও আখেরে দলের জন্য অমঙ্গলের। কারণ, ইতিমধ্যে মানুষ বিএনপির প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে।
অপর পক্ষে জামায়াত তাদের ফ্রন্ট ফাইটার্স জঙ্গিদের সাধারণের সঙ্গে সম্পর্কোন্নয়নে চেষ্টার সাথে নিজেদের বিভিন্ন অঙ্গ সংগঠনের ভাবমূর্তি গঠন ও সাধারণে গ্রহণ যোগ্য করতে পরিকল্পিত প্রচারনায় লিপ্ত আছে। তার এখন, জঙ্গি হিসেবে প্রচার চালাচ্ছে আওয়ামীলীগের বিরুদ্ধে।
ড. ইউনুস- আসিফরা ইতি মধ্যে দল গঠনেট কাজে সমন্বয়কদের বাইরেও বিভিন্ন শ্রেণির মানুষের সমন্বিত যে কোনো একটা নাম ও যাচ্ছে তাই বিষয় দিয়ে মাঠে ছেড়েছেন।
গত ১০/১০/২০২৪ এ সাভার কলেজ মাঠে এমনই একটা সংগঠনের প্রোগ্রাম দেখাগেল। যাদের কোনো রেজিষ্ট্রেশন নাই। যারা গন ভাবে ঘোষণা করেছে, বিদেশে পাচার কৃত টাকা থেকে মানুষ-জনকে ১লক্ষ হতে ১কোটি টাকা বিনা জামানতে বিনা সুদে ঋণ দিবে। এর একটি ফর্মও তারা বিলি করেছে। যা এই লেখার নিচে ভিডিও ক্লিপ ও ফর্মের ছবি দেয়া আছ।
জামায়াতকে যেহেতু ক্ষমতাসীনরা সাইড দিচ্ছে। তাই জামায়াত ইতিমধ্যে ঘোষণা করেছে সংস্কার কাজের প্রয়োজনীয় সময় তারা দিবে। অপর পক্ষে নির্বাচনের যতো পিছিয়ে যাবে বিএনপির ততই ক্ষতি হওয়ার সম্ভাবনা। ফলে বিএনপির সঙ্গে সরকারও পরোক্ষে জামায়াতের একটা সাংঘর্ষিক ব্যাপার ঘটার সমূহ সম্ভাবনা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আওয়ামীলীগকেই বিএনপি পাশে চাইতে পারে! ফলে, দেখা দিতে পারে আফগানিস্তানের মতো মার্কিন পক্ষ ও বিরোধীদের চরম দ্বন্দ্ব। তবে পার্থক্য এই, আফগানিস্তানে তালেবান মার্কিন বিরোধী ছিলো এখানে বিরোধী আওয়ামীলীগ-বিএনপি। আফগানিস্তানের মতো এখানেও তাবেদার-জামায়াত পরাজিত হবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *