ইসলামবিদ্বেষীর মুখোশ উন্মোচন করায় ভারতে ফ্যাক্ট-চেকারের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক রাজনীতি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের অন্যতম শীর্ষ ফ্যাক্ট-চেকার মোহাম্মদ জুবায়েরের বিরুদ্ধে উত্তর প্রদেশে মামলা দায়ের হয়েছে। পুলিশের অভিযোগ, ‘ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা বিপন্ন করার’ চেষ্টা করেছেন এই সংবাদকর্মী। এই অভিযোগ ভারতীয় আইনে জামিন-অযোগ্য।

যদি আদালতে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার অন্তত সাত বছরের কারাদণ্ড ও জরিমানা, এমনকি যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।

মঙ্গলবার উত্তর প্রদেশ পুলিশের দায়ের করা এই মামলার সংক্ষিপ্ত শুনানি করেন এলাহাবাদ হাইকোর্ট।

ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্টনিউজ-এর সহপ্রতিষ্ঠাতা জুবায়ের অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। বিবিসিকে তিনি বলেন, ‘আমার কাজের জন্যই আমাকে টার্গেট করা হচ্ছে।’

মঙ্গলবার শুনানি শুরু হওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যে বিচারকরা মামলা থেকে নিজেদের প্রত্যাহার করেন। এর ফলে এখন অন্য কোনো মামলাটির আদালতে শুনানি হবে।

জানা যায়, গত ৩ অক্টোবর সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন জুবায়ের। ওই পোস্টে তিনি বিতর্কিত হিন্দু পুরোহিত ইয়াতি নরসিংহানন্দের ঘৃণামূলক বক্তব্য তুলে ধরেছিলেন। জুবায়েরের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, নরসিংহান্দ মহানবি হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন।

ইসলামবিদ্বেষী হিসেবে পরিচিত ৬০ বছর বয়সি নরসিংহানন্দের ঘৃণামূলক বক্তব্য তুলে ধরে জুবায়েরের সে পোস্টের পর মুসলমানরা বিক্ষোভ করেন। এরপর নরসিংহানন্দের শতাধিক সমর্থক স্থানীয় থানা ঘেরাও করে জুবায়েরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরে বিজেপির রাজনীতিবিদ ও নরসিংহানন্দের ঘনিষ্ঠ সহযোগী উদিত্য ত্যাগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ জুবায়েরের বিরুদ্ধে মামলা নেয়।

তবে ঘৃণামূলক বক্তব্যের পরও এখনো নরসিংহানন্দের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ প্রসঙ্গে জুবায়ের বিবিসিকে বলেন, ‘ক্রমাগত ঘৃণামূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন, এমন একজন মানুষের অনুসারীদের অভিযোগের ভিত্তিতে মামলা করেছে পুলিশ। ঘৃণামূলক বক্তব্যের খবর তুলে ধরছে এমন মানুষের পেছনে লেগেছে তারা, অথচ ঘৃণামূলক বক্তব্য দেওয়া মানুষ মুক্ত ঘুরে বেড়াচ্ছে। যেসব মানুষ (ভারত) সরকারকে জবাবদিহির আওতায় আনার চেষ্টা করছে, তাদের কণ্ঠরোধ করার প্রচেষ্টা এটি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *