ভারতের পার্লামেন্ট চত্বরের হাতাহাতিতে, বিজেপির দুই এমপি আইসিইউতে

আন্তর্জাতিক রাজনীতি

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আমবেদকার মন্তব্যকে ঘিরে নয়াদিল্লিতে বিরোধী দলের সংসদ-সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ-সদস্যদের হাতাহাতিতে বিজেপির দুজন সংসদ-সদস্য মাথায় আঘাত পেয়েছেন।

বৃহস্পতিবার পার্লামেন্ট প্রাঙ্গণের এ ঘটনায় আহত ওড়িশার সংসদ-সদস্য প্রতাপ সারঙ্গি এবং উত্তর প্রদেশের সংসদ-সদস্য মুকেশ রাজপুতকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেই সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। খবর পিটিআই, আনন্দবাজার পত্রিকার।

হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট অজয় শুক্লা বলেছেন, ‘সারঙ্গির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তার কপালে গভীরভাবে কেটে গেছে। সেখান সেলাই দিতে হয়েছে। হাসপাতালে আনার সময় তার রক্তচাপ অনেক বেশি ছিল।’

মুকেশ রাজপুতের বিষয়ে চিকিৎসক বলেন, ‘রাজপুতের মাথায়ও আঘাত লেগেছে। এর পরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে হাসপাতালে আনার পর তার জ্ঞান ফিরে আসে। রাজপুতেরও রক্তচাপ বেশি ছিল।’

অজয় শুক্লা বলেন, ‘দুজনই আইসিইউতে রয়েছেন। আমরা তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছি।’

ভারতে সাবেক মন্ত্রী বি আর আমবেদকারকে অবমাননার অভিযোগের পর বৃহস্পতিবার পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান এনডিএর সংসদ-সদস্যরা। একে কেন্দ্র করে হাতাহাতিতে প্রতাপ সারঙ্গি আহত হন। তাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিজেপি।

ওড়িশার বালেশ্বরের এমপি সারঙ্গির অভিযোগ, সংসদ ভবনের মকর দুয়ারের সামনে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাকে ধাক্কা মেরেছেন। এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন। এরপর সতীর্থ বিজেপি সদস্য এবং লোকসভার কর্মীরা ধরাধরি করে বাইরে আনার পরে সারঙ্গিকে রাহুল দেখতে আসেন। তারপর আহত এমপিকে হাসপাতালে পাঠানো হয়। সারঙ্গি বলেন, ‘রাহুল গান্ধী এক সংসদ-সদস্যকে ধাক্কা মারেন। তিনি আমার গায়ের ওপর পড়েন। ফলে আমি মাটিতে পড়ে যাই।’

প্রতাপ সারঙ্গি আহত হওয়ার জন্য রাহুল গান্ধীকে দায়ী করে বিজেপি সদস্যা নিশিকান্ত দুবে বলেন, ‘আপনি কি লজ্জিত নন রাহুল? আপনি গুন্ডাগিরি শুরু করেছেন। এ

কজন বৃদ্ধ মানুষকে ধাক্কা দিয়েছেন।’ তবে রাহুল গান্ধী এ অভিযোগ অস্বীকার করে উলটো অভিযোগ করে বলেছেন, ‘আমি পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছিলাম। বিজেপি সংসদ-সদস্যরা আমাকে বাধা দেন, ধাক্কা দেন এবং হুমকি দিতে থাকেন।’ পরে কেন্দ্রীয় মন্ত্রী শিবাজি সিং চৌহান ও প্রহ্লাদ যোশী হাসপাতালে গিয়ে প্রতাপ সারঙ্গির সঙ্গে সাক্ষাৎ করেন, তার স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন। সাংবাদিকদের শিবাজি সিং চৌহান বলেন, রক্ত বন্ধ করার জন্য সারঙ্গির মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে বক্তৃতায় অমিত শাহ বলেন, ‘এখন একটা ফ্যাশন হয়েছে, আমবেদকার, আমবেদকার, আমবেদকার, আমবেদকার…। এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হতো।’ বুধবার থেকেই শাহের বিরুদ্ধে আমবেদকার-অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেসসহ বিরোধীরা। বৃহস্পতিবার লোকসভায় সেই ক্ষোভ ঘিরেই এ বিব্রতকর ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *