কক্সবাজারের পেকুয়ায় দেবরের হাতুড়ির আঘাতে প্রাণ গেল ভাবির!

আইন আদালত মফস্বল

সুবর্ণবাঙলা প্রতিবেদক

ছবি: নিহত গৃহবধূ কহিনূর বেগম

কক্সবাজারের পেকুয়ায় কহিনূর বেগম (৪২) নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে দেবর আলী আহমেদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকাল ৩টায় উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত কহিনুর বেগম প্রবাসী আমির হোসেনের স্ত্রী। ঘাতক দেবর আলী আহমদ মাতবর পাড়ার মৃত পেটান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুই ভাইয়ের ঘর নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রবাসী বড় ভাইয়ের পৈত্রিক ভিটায় দালান বাড়ি ছিল। সম্প্রতি ছোট ভাই আলী আহমদ দালান ঘর নির্মাণ শুরু করে। বড় ভাইয়ের দালানের ছাদের সাথে জোড়া লাগিয়ে ছাদ করতে চাইলে এতে ভাবি বাধা দেয়। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দেবর আলী আহমদ লোহার হাতুড়ি দিয়ে ভাবির মাথায় আঘাত করে। এতে গুরুতর মাথায় জখম হয় ভাবির।

পরে তাকে আহত অবস্থায় স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে পেকুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত গৃহবধূর ভাই মোহাইমিনুল ইসলাম জুয়েল বলেন, ‘কিছুদিন আগেও আমার বোনকে দেবর আলী আহমদ কয়েকবার মারধর করে। আজ তার হাতেই আমার বোন খুন হল। আমরা তার ফাঁসি চাই।’

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কেফায়েত উল্লাহ বলেন, ‘গুরুতর আহত অবস্থায় গৃহবধূ কহিনুর বেগমকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, ‘সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক দেবরকে আটক করতে পুলিশ কাজ করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *