নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে হামলায় মামলা, গ্রেপ্তার দুই

আইন আদালত বিদ্যুত ও জ্বালানি

সুবর্ণবাঙলা প্রতিবেদন

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন আরপিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনায় ৪০০ শ্রমিককে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার ভোরে ওই দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে আরপিসিএল’র প্রশাসন বিভাগের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম কলাপাড়া থানায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিমুল দাস (২৬) ও মাহিনুর খালাসী (৩৪)।

মামলার বিবরণে জানা যায়, গত ১৭ জুলাই বেতন বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের ভেতরে হামলা ও ভাংচুর চালান শ্রমিকরা। এ হামলায় তিন চীনা শ্রমিক ও আরপিসিএলের চার নিরাপত্তাকর্মী আহত হন।

এসময় বিদ্যুৎ কেন্দ্রের ভেতরের বিভিন্ন স্থাপনা, অফিস ভবন ও গাড়ি ভাংচুর করা হয়। পরে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *