সাবেক প্রেমিককে শিক্ষা দিতে গিয়ে..

অন্যান্য জাতীয়

অনলাইন ডেস্ক

প্রতীকী ছবি

নতুন সম্পর্কে বাধা হয়ে উঠেছিলেন সাবেক প্রেমিক। তাকে জব্দ করতে গিয়ে এলাকাবাসীর হাতে বেদম পিটুনি খেলেন তরুণীর বর্তমান প্রেমিক ও তার পরিবারের সদস্যরা।

সোমবার ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানার চণ্ডীহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, চণ্ডীহাট এলাকার এক যুবকের সঙ্গে এক তরুণীর দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভেঙে গেলে ওই তরুণী হাড়োয়া এলাকার এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। পরে তাদের বিয়েও ঠিক হয়।

অভিযোগ উঠেছে, দুজনের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সাবেক প্রেমিক। সোমবার তরুণীর পরিবারের সদস্য ও বর্তমান প্রেমিক মারধর করে সাবেক প্রেমিক ও তার পরিবারের সদস্যদের।

পরে গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে চড়াও হয় ওই তরুণীর পরিবারসহ বাইরে থেকে আসা লোকজনের ওপর। ভাঙচুর করা হয় তাদের দুটি বাইক ও একটি গাড়ি। ভাঙচুর করা হয় ওই তরুণীর বাড়িও।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ জনকে আটক করে। এদের মধ্যে একজনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বারুইপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *