বিনোদন প্রতিবেদক
কারিনা, সালমান খান ও পূজা হেগড়ে
ব্যবসায়িক সাফল্যের নিরিখে হিন্দি সিনেমার ইতিহাসে নজির গড়েছিল ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বজরঙ্গি ভাইজান’। ছবিটিতে জুটি হয়েছিলেন সালমান খান ও কারিনা কাপুর। ছবিটির সিক্যুয়েলের কথা ভাবছেন নির্মাতারা, যা ২০২১ সালেই জানান।
নতুন খবর হচ্ছে, ‘বজরঙ্গি ভাইজান ২’ ছবিতে কারিনা কাপুরকে রাখা হচ্ছে না। এতে কারিনার জায়গায় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী পূজা হেগড়ে আসতে পারেন।
একটি সূত্রের বরাতে বলিউড হাঙ্গামা জানায়, কারিনা কাপুরের জায়গায় পূজা হেগড়েকে নিতে চান সালমান খান। তবে কারিনা করা চরিত্রে নাকি নতুন চরিত্রে পূজা অভিনয় করবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। সে কারণেই কি কারিনার বদলে পূজাকে নেওয়ার প্রতি আগ্রহ ‘ভাইজান’ এর! অথবা কারিনা কাপুরের ব্যস্ত শিডিউল কিংবা নতুন মুখ সামনে নিয়ে আসাও উদ্দেশ্য হতে পারে সালমানের।