স্কুলছাত্রী ধর্ষণ মামলার যাবজ্জীবনের আসামি গ্রেফতার

অন্যান্য আইন আদালত

সুবর্ণবাঙলা ডেস্ক

চট্টগ্রামে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. কামরুলকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কামরুল কক্সবাজারের কুতুবদিয়া থানাধীন পেচারপাড়ার মৃত খাইরুল এনামের ছেলে।

র‌্যাব জানায়, একই স্কুলে পড়ার সময় কামরুলের সঙ্গে ভুক্তভোগী ওই ছাত্রীর পরিচয় হয়। ওই ছাত্রী যখন ষষ্ঠ শ্রেণিতে পড়ত তখন কামরুল এইচএসসিতে পড়ত। ২০১৪ সালের ৩ আগস্ট বিকালে কামরুল তাকে অপহরণ করে কক্সবাজার নিয়ে যায়। সেখানে আবাসিক হোটেলে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরদিন কক্সবাজার থেকে ফেরার পথে কর্ণফুলী এলাকা থেকে কামরুলকে ধরে থানায় সোপর্দ করা হয় এবং ওই মেয়েকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলা চলাকালীন আসামি কামরুল জামিনে বের হয়ে পালিয়ে যায়। কামরুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২০১৮ সালে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, বায়েজিদের শেরশাহ এলাকায় অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত আসামি কামরুলকে গ্রেফতার করা হয়। তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *