মেসির হাতের ছড়ির যে মাহাত্ম্য

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

মেসির হাতে বিশ্বফুটবলের নেতৃত্বের ছড়ি। ছবি: এএফপি

সর্বজয়ী ফুটবলার লিওনেল মেসি। ক্লাব ক্যারিয়ারে সব শিরোপা জিতেছেন। রেকর্ড ব্যালন ডি’অর, ফিফা দ্য বেস্ট জিতেছেন। ক্যারিয়ারের শেষ দিকে জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জিতেছেন।

এতো এতো শিরোপা আর পুরস্কারের ভিড়ে মঙ্গলবার তার হাতে নেওয়া ছড়িটা একটু ভিন্ন। এর মাহাত্ম্যও ভিন্ন। লিও’র হাতে ওই ছড়ি দিয়ে তাকে ‘ব্যাটন অব লিডারশিপ’ খ্যাতি দেওয়া হয়েছে। যার অর্থ ‘বিশ্ব ফুটবলের নেতা’ তিনি।

প্যারাগুয়ের লুকে শহরে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও মেসিকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান ক্লদিও তাপিয়া ছড়িটা তুলে দেন কনমেবল প্রেসিডেন্ট দমিনগেজের হাতে। তিনি মেসির হাতে দেন। বলেন, ‘এটাই বিশ্ব ফুটবলের নেতৃত্বের ছড়ি’।

মেসির পাশে মেসির ভাস্কর্য। ছবি: এএফপি
এরপর উন্মোচন করা হয় ভাস্কর্য। যেখানে কিংবদন্তি পেলে ও ম্যারাডোনার পাশে জায়গা হয়েছে লিও’র। আকাশি-সাদার এই ভাস্কর্য স্থান পাবে কনমেবলের সদরদপ্তর প্যারাগুয়ের জাদুঘরে।

বিশেষ সম্মান পেয়ে মেসি বলেছেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, ফুটবলের সবকিছু আমাকে দেওয়ায়। আমার সতীর্থ, কোচিং স্টাফ ও তাপিয়া সর্বোচ্চটা দিয়ে আমাদের পাশে ছিলেন। আমাদের যা যা দরকার ছিল, সবই তারা দিয়েছেন। সত্যিই এই ট্রফিটি দিয়ে আমার স্বপ্ন পুরোপুরি পূর্ণ হলো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *