তারিক মাহমুদের গ্রন্থ ‘‘আশেপাশের মানুষ’র’’ একটি পাঠ প্রতিক্রিয়া।

শিল্প ও সাহিত্য

গ্রন্থ : আশেপাশের মানুষ

প্রচ্ছদ : অয়োময় অরণ্য

প্রকাশক : বর্ণ প্রকাশ

মূল্য : ৩৫০ টাকা

তারিক মাহমুদের ‘‘আশেপাশের মানুষ’র’’ একটি পাঠ প্রতিক্রিয়াঃ

লেখক সম্পর্কে তাঁর একজন শুভানুধ্যায়ির মন্তব্য ‘‘তারিক মাহমুদ তিতাস পাড়ের একজন বেদনাবিধুর বিরহী প্রেমিক পুরুষ।’’ লেখক নিজেই বলেছেন ‘‘সবসময়েই আমার ভিতরে একটা ভবঘুরে মানুষ বসবাস করে।”  তারিক মাহমুদ রচিত আশেপাশের মানুষ গ্রন্থটি পড়লে উপরোক্ত দাবীর অনেকখানি সত্যতা মিলে।মানুষের প্রতি প্রেম নাথাকলে তার সংস্পর্শে আসা এত এত মানুষের স্মৃতিকে ধারণ করতে পারতেন না। তার বর্ণিত প্রতিটি লেখাই আলাদা আলাদা ভাবে কথা বলা। অরর্থাৎ তার আশেপাশে মানুষেরে প্রতি মুগ্ধতা, ভালোবাস, ইত্যাদি হার্দিক সম্পর্কের বিষয় প্রাধান্য থাকলেও একটির বর্ণনার সঙ্গে অন্যটির কোনোই মিল নেই। পড়তে পড়তে কখনো মনে হয় না একই বিষয়ের পুনরাবৃত্তি।এখানেই তার লেখক হিসেবে বিশিষ্টতা।

লেখকের দাবীর- ‘তার,’ ভিতরে সবসময় ভবঘুরে মানুষ বসবাস করলেও, আসলে তিনি কিন্তু ভবঘুরে নন্।তিনি অত্যন্ত নিয়মানুবর্তীক।ঘুরে বেড়ানো এবং ঘুড়েবেড়ানোর আকাঙ্খা আর, ভবঘুরে বা বোহেমিয়ান এক জিনিস নয়।তিনি ভবঘুরে নন বলেই তার কাছ থেকে আমরা তার হৃদযাবেগের রঙে আঁকা ৮১টি ভিন্ন ভিন্ন ছবি দেখার সুযোগ পেয়েছি। গ্রন্থটি যে কারও পড়তে ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

– সাজিয়া শারমিন শ্রাবণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *