মাদারীপুর প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাটারিচালিত রিকশা নিয়ে পদ্মা সেতুতে উঠে গাড়ি থামিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন এক চালক। নিখোঁজ ওই চালককে উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল অভিযান শুরু করলেও তীব্র স্রোতের কারণে সোমবার দুপুরেই তা স্থগিত করতে বাধ্য হয় তারা।
অভিযান স্থগিতের আগে পাঁচ ঘণ্টা পদ্মার তলদেশ ও নদীর ১০ কিলোমিটারজুড়ে তল্লাশি চালায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।
নৌ পুলিশ ফায়ার সার্ভিসসহ একাধিক সূত্রে জানা যায়, রবিবার (১৮ জুন) রাত ২টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্ত হয়ে সেতুতে উঠে মাদারীপুরের শিবচর অংশের ২১ নম্বর পিয়ারের কাছ থেকে নদীতে ঝাঁপ দেন ওই চালক।
এর পর থেকে তিনি নিখোঁজ।
রাতেই খবর পেয়ে লৌহজং, শিবচর নৌ পুলিশের টিম ও ফায়ার সার্ভিসের টিম কাজ শুরু করে। সোমবার সকাল ১০টা থেকে ২১ ও ২২ নম্বর পিলার শনাক্ত করে লৌহজং ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল অভিযান শুরু করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা) নিখোঁজ ব্যক্তিকে শনাক্ত করা যায়নি।
লৌহজং ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার লিডার কয়েস আহমেদ মুঠোফোনে বলেন, ‘রাত ২টা ৪৫ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সকালে আমাদের ও ঢাকার টিমের ডুবুরিরা পাঁচ ঘণ্টা অভিযান চালাই কিন্তু তীব্র স্রোতের কারণে অভিযান বন্ধ করা হয়েছে। আমরা নদীর ১০ কিলোমিটার তল্লাশি চালিয়ে আমাদের নম্বর দিয়ে এসেছি। কেউ সন্ধান পেলে আমাদের জানাবে।
শিবচর নৌ ফাঁড়ির ওসি আব্দুর রাজ্জাক বলেন, নিখোঁজের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তীব্র স্রোতের কারণে অভিযান স্থগিত করা হয়েছে।