কিস্তির চাপে কৃষকের আত্মহত্যা

অন্যান্য ঘটণা- দুর্ঘটনা জাতীয় মফস্বল

অনলাইন ডেস্ক

কিস্তির চাপে ও অভাব-অনটনে বাড়ির পাশে গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন হরিহর মজুমদার নামে এক কৃষক। বুধবার দিবাগত রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের চর বজলুল করিম গ্রামের যতীন্দ্র মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত হরিহর মজুমদার (৬২) যতীন্দ্র মহাজন বাড়ির মৃত যতীন্দ্র কুমার মজুমদারের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার নারায়ণ চন্দ্র বলেন, বৃদ্ধের ৩ ছেলে। বড় ছেলে ভারতে থাকে। মেজো ছেলে নরসুন্দর আর ছোট ছেলে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত। তিনি মেজো ছেলের সঙ্গে থাকতেন। অন্য সন্তানরা আলাদা বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি এনজিও থেকে তিনি ঋণ নিয়েছিলেন। কিস্তির ভারে ও অভাব অনটনের কারণে বাড়ির পাশে গাছের সঙ্গে ফাঁস দেন। পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *