অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক নারী (২৪)। আইসিইউতে রাখা হয়েছিল তাকে। সেখানেই রোগীকে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠল পুরুষ নার্সের বিরুদ্ধে। ঘটনাটি ভারতের রাজস্থানের।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্তের নাম চিরাগ যাদব। তিনি আলওয়ার জেলার একটি বেসরকারি হাসপাতালের নার্স। অভিযোগ, মঙ্গলবার ভোরে আইসিইউয়ের মধ্যেই রোগীকে অজ্ঞান করে ধর্ষণ করেছেন চিরাগ। পুলিশ ইতোমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে।
ওই নারীর অভিযোগ, তিনি যাতে চিৎকার করতে না পারেন, সেজন্য অভিযুক্ত তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দিয়েছিলেন। পরে তার স্বামী মোবাইলে ফোন করলে জ্ঞান ফেরে তার। জ্ঞান ফেরার পর ওই নারী তার স্বামীকে পুরো বিষয়টি জানান।
আলওয়ারের এক পুলিশ কর্মকর্তা বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছি। ভিডিওতে চিরাগকে ওই নারীর বেডের কাছে যেতে দেখা গেয়েছে। ভেতরে গিয়ে পর্দা টানতেও দেখা গেছে অভিযুক্তকে।