টাঙ্গাইল প্রতিনিধি
সখীপুরে একটি ভেজাল শিশুখাদ্য উৎপাদন কারখানার মালিক জমির উদ্দিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানায় উৎপাদিত ভেজাল জুস জাতীয় সব ধরনের পণ্য ধ্বংস করা হয়েছে। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা অভিযান শেষে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভেজাল পণ্য পৌর এলাকার একটি জঙ্গলের পাশে নিয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৪, টাঙ্গাইল সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ।
জানা যায়, সখীপুর উপজেলার কচুয়া পুকুরপাড় এলাকায় আলামিন এগ্রো ফুডস অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি নামে একটি অবৈধ কারখানা রয়েছে। দুই বছর আগে গড়ে ওঠা কারখানাতে উৎপাদিত অনুমোদনহীন লাচ্ছি, ম্যাংগো জুস, ললিপপসহ ১৯ ধরনের পণ্য বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল।
র্যাব কর্মকর্তা রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের পিপিএম জানান, উপজেলা প্রশাসনের সহায়তায় ওই কারখানায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার ভেজাল শিশুখাদ্য ধ্বংস করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ বলেন, অবৈধ কারখানাটির মালিককে ২ লাখ টাকা জরিমানা, মালাপত্র ধ্বংস ও কারখানাটি সিলগালা করা হয়েছে।