যুগান্তর প্রতিবেদন
রাজধানীর ভাটারায় মদ পানে জান্নাত নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রয়েছেন রিমা আক্তার ইমু নামে আরেক কিশোরী। তারা দুজন সম্পর্কে খালাতো বোন। শনিবার ঢামেক হাসপাতালে তাদেরকে নিলে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, তারা ভেজাল মদ পান করেছিলেন।
তাদের মামাতো বোন জানান, তারা দুজন ভাটারার একটি আবাসিক এলাকার জি-ব্লকের ৯ নম্বর রোডের একটি ভাড়া থাকতেন বাসায়। দুজনই বিউটি পার্লারে কাজ করতেন। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়।
এদিকে ইমু জানায়, জান্নাতের বন্ধু রাব্বি মিরপুরের বাসিন্দা। সে পুরান ঢাকায় থাকে। বৃহস্পতিবার রাব্বি মদ নিয়ে তাদের বাসায় আসে। রাব্বি ও জান্নাত অর্ধেক বোতল খেয়ে ফেলে। পরে ইমুও খায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া যুগান্তরকে বলেন, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।