সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ শহরে বৃষ্টির সময় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মাহমুদুর রহমান রিয়াদ (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) বিকেল ৩টার দিকে শহরের যমুনা নদীর ৩ নম্বর ক্রসবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদুর রহমান রিয়াদ সদর উপজেলার কল্যানী গ্রামের আব্দুল আজিজের একমাত্র ছেলে এবং সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শী সহপাঠী নিয়ামুল জানান, আট বন্ধু মিলে ক্রসবাঁধ এলাকায় ফুটবল খেলছিলেন তারা।
ওই সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে মাহমুদুর রহমান রিয়াদ গুরুতর আহত হন। প্রথমে তাকে নর্থ বেঙ্গল হাসপাতাল ও পরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। একই সময় আরো কয়েক বন্ধু সামান্য আহত হলেও তাদের তেমন কোনো সমস্যা হয়নি।
নিহতের বাবা জীবন বীমা করপোরেশন সিরাজগঞ্জ শাখার ইনচার্জ আব্দুল আজিজ জানান, আহত অবস্থায় ছেলেকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।