প্রধানমন্ত্রীর ঘোষণা, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে

অন্যান্য জাতীয়

সুবর্ণবাঙলা প্রতিবেদক

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা দিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে। মূল বেতনের সঙ্গে পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়া হবে।

রোববার জাতীয় সংসদে বাজেট বিষয়ক আলোচনায় তিনি এ তথ্য জানান।সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মচারী যারা আছেন, তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের পাঁচ শতাংশ এই আপৎকালীন সময়ে প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আশা করি অর্থমন্ত্রী এ বিষয়টি গ্রহণ করবেন। আমরা পাঁচ শতাংশ মূল বেতন বিশেষ প্রণোদনা হিসেবে তাদের দেবো।

সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, এবছর শেষে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে এটা শেষ বাজেট, তবে আমাদের শেষ বাজেট কি না, তা ঠিক করবে দেশের মানুষ।

‘আজকেই সরকার ফেলে দেবে’- কিছু লোকের এমন বক্তব্যে দেশবাসীকে ভয় না পাওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে ক্ষমায় আনার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়নশীল দেশ বাস্তবায়নে নিঃস্বার্থভাবে কাজ করবে এমন নেতৃত্ব আওয়ামী লীগে ছাড়া নাই। কাজেই আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনুন।

এ সময় প্রধানমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতির উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *