অনলাইন ডেস্ক
এবারও ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারছে না আয়ারল্যান্ডের। বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে আইরিশরা। সেই সাথে তাদের এবারের বিশ্বকাপে খেলার স্বপ্নও শেষ হয়ে গেছে।
বুলাওয়ায়োতে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডকে ১৩৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা।
৩২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯২ রানে থামে আইরিশরা। এ নিয়ে টানা দুটি বিশ্বকাপে খেলতে পারছে না আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার আসল কাজটি করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৭৯ রানে ৫ উইকেট নেন লঙ্কান এই লেগ স্পিনার।
এতে ওয়ানডেতে দারুণ এক কীর্তি গড়েন তিনি। ইতিহাসের দ্বিতীয় ওয়ানডে বোলার হিসেবে টানা তিন ম্যাচে ধরেন পাঁচটি করে শিকার। ১৯৯০ সালে এই কীর্তি গড়েছিলেন পাকিস্তানের ওয়াকার ইউনিস।