কোটালীপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অন্যান্য জাতীয় রাজনীতি

সুবর্ণবাঙলা প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় সড়কপথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে কোটালীপাড়া এসে পৌঁছেন তিনি।

কোটালীপাড়ায় পৌঁছার পর নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও বিভিন্ন স্লোগান দেন। প্রধানমন্ত্রী এ সময় হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

কোটালীপাড়া পৌঁছে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ভবনের ফলক উন্মোচন করেন। এরপর তিনি দলীয় কার্যালয় ভবনের সামনে তিনটি বৃক্ষের চারা রোপণ করেন।

পরে প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেন।

সভা শেষে সেখানে নেতাকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেল পৌনে ৩টায় কোটালীপাড়ায় অনুষ্ঠান শেষে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেবেন। টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির পিতার সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ‘৭৫-এর ১৫ আগস্ট সব শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *