রাজধানীর ৫০ থানায় পুলিশের বিশেষ টিম

আইন আদালত শহর

সুবর্ণবাঙলা ডেস্ক

ছিনতাইকারীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রাজধানীবাসী। এ অবস্থায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নগরকে ছিনতাইকারীমুক্ত করতে সাঁড়াশি অভিযান শুরু করেছে। এজন্য ৫০টি থানায় বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। থানাগুলোতে গঠন করা হয়েছে ছিনতাই প্রতিরোধী বিশেষ টিম। অনেক থানায় আবার কুইক রেসপন্স টিমকে ছিনতাইবিরোধী অভিযানে যুক্ত করা হয়েছে।

অতীতে যারা ছিনতাইয়ে জড়িয়েছে তাদের তালিকা ধরে চলছে অনুসন্ধান। বৃদ্ধি করা হয়েছে টহল ডিউটি। ছিনতাইপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। গত ছয় দিনের অভিযানে ৩৫০ জনের মতো ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এদের অধিকাংশ ছিনতাইয়ের দায়ে অতীতেও গ্রেফতার হয়েছেন। জামিনে বের হয়ে জড়িয়েছেন পুরোনো অপরাধে। ডিএমপির দায়িত্বশীল সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

পুলিশ সূত্র বলছে, দিনের শুরু থেকে ডিএমপি কমিশনার পুরো অভিযান তদারকি করছেন। ওয়্যারলেসে এ বিষয়ে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ আমলে নিয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত করতে বলেছেন। কেবল থানা পুলিশই নয়, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকেও মাঠে থাকতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পোশাকে থাকা পুলিশের পাশাপাশি সিভিলে থেকে ডিবি সদস্যরা কাজ করছেন। এক্ষেত্রে অপরাধীদের ডাটাবেজকে তারা কাজে লাগাচ্ছেন। এই ডাটাবেজটিও আপডেট করা হচ্ছে। জামিনে বের হয়ে কারা পুরোনো অপরাধে ফিরে আসছে, কোন গ্রুপগুলো কোন এলাকায় কাজ করছে সেগুলো দেখা হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। চলছে ছিনতাইকারীদের নতুন নেটওয়ার্কের খোঁজ।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন যুগান্তরকে বলেন, প্রতিটি থানায় ছিনতাইকারীদের নিয়ে কাজ করার জন্য টিম করে দেওয়া হয়েছে। আমাদের কাছে ছিনতাইকারীদের ডাটাবেজ আছে। সেখানে দেখা গেছে, যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের অধিকাংশই আগেও এই অপরাধের দায়ে গ্রেফতার হয়েছিল। ছিনতাইকারীদের ধরতে থানার ‘ডেডিকেটেড টিম’কে ফোর্স, অস্ত্র ও লজিস্টিকস দিয়ে সহায়তা করা হচ্ছে। ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে সব থানায় সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

ডিএমপি সূত্র জানিয়েছে, ছিনতাইবিরোধী বিশেষ অভিযানের ছয় দিনে প্রায় দেড়শটি মামলায় ৩৫০ জনের মতো গ্রেফতার হয়েছে। ১ জুলাই গ্রেফতার হয়েছেন ২২ জন, পরদিন ১১০ জন, ৩ জুলাই ৮৬ জন এবং ৪ জুলাই ১১৪ জন। এর পরদিন বুধ ও বৃহস্পতিবারের অভিযানে বাকিরা গ্রেফতার হয়েছেন। তবে অভিযানের খবরে অনেক ছিনতাইকারী গা-ঢাকা দিয়েছেন। ঢাকার বাইরে চলে গেছেন কেউ কেউ। রাস্তায় থাকা ভ্রাম্যমাণ ছিনতাইকারীরাও এলাকা ছেড়েছেন। প্রতিটি থানা এলাকার প্রতি নির্দেশনা হলো-এলাকা ছিনতাইকারী মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখতে হবে।

ডিএমপি সূত্র আরও জানিয়েছে, রাজধানীর ফার্মগেটে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদারকে খুন করাসহ সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদের প্রায় সবাই জামিনপ্রাপ্ত। পুলিশ সদস্য নিহতের ঘটনায় জড়িত এমন একজন আছে, যিনি ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হয়ে আটবার জেল খেটেছে। আটবারের মধ্যে ১৫ দিন, এক মাস থেকে শুরু করে একবার সর্বোচ্চ ২৬ মাস সে জেল খেটেছে। এছাড়া ইনডিপেনডেন্ট টিভির সহকারী প্রযোজক রাকিবুল হাসান রানাকে ছুরিকাঘাতে আহত করা ছিনতাইকারীও জামিনে বেরিয়ে ফের এই অপরাধে জড়িয়েছে।

রাজধানীর থানাগুলোর বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা না নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। ছিনতাইয়ের মামলা করতে গেলে হারানোর জিডি না নেওয়ার অভিযোগ আছে অনেক থানার বিরুদ্ধে। থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়েও সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। ছিনতাইয়ের অভিযোগগুলো নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে বলা হয়েছে ডিএমপি সদর দপ্তরের পক্ষ থেকে। কারণ একটি গ্রুপ বা এর সদস্যদের কাউকে ধরা গেলে তাদের মাধ্যমে অন্য ছিনতাইকারীদের সম্পর্কেও তথ্য পাওয়া সহজ হয়। মূলত ডিএমপি সদর দপ্তরের এমন কঠোর অবস্থানের কারণেই গত চার দিনে এত সংখ্যক ছিনতাইকারী গ্রেফতার হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

ডিএমপির গুলশান বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ বলেন, ছিনতাইপ্রবণ এলাকাগুলো টার্গেট করে আমরা কাজ করছি। কুইক রেসপন্স টিমকে ছিনতাইবিরোধী অভিযানে কাজে লাগানো হচ্ছে। ছিনতাইকারীদের পুরোনো তালিকা নিয়ে কাজ করার পাশাপাশি নতুন নেটওয়ার্ক দেখা যাচ্ছে কিনা-এ বিষয়গুলো উদঘাটনে কাজ চলছে। ছিনতাইয়ের মামলাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আমাদের প্রতি নির্দেশনা হলো ছিনতাইয়ের উৎপাত থেকে জনগণকে মুক্ত করার জন্য যতদিন প্রয়োজন অভিযান অব্যাহত থাকবে।

এদিকে জামিনে বের হয়ে ছিনতাইকারীদের বারবার একই অপরাধে জড়ানো নিয়ে পুলিশ কর্মকর্তারাও বিরক্ত। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতার করতে পারে। তাদের যে অবস্থায় পাওয়া যায় সেই অনুযায়ী মামলা দিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এর বাইরে কিছু করার এখতিয়ার তো নেই। জামিনে বের হয়ে পুরোনো অপরাধে ফেরার বিষয়ে কথা হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবুর সঙ্গে।

তিনি বলেন, এই অবস্থা থেকে উত্তরণে ছিনতাইয়ের আসামিরা যেন জামিন না পায় এজন্য কঠোর হতে হবে। এক্ষেত্রে আইনজীবীদেরও ভূমিকা আছে। আমরা প্রসিকিউশন থেকে যারা আছি তাদেরও শক্তভাবে জামিনের বিরোধিতা করতে হবে। তবে অনেক সময় ছিনতাইয়ের মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ না হওয়ায় আসামিরা জামিন পেয়ে যায়। এজন্য পুলিশকে এই মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে।
(সৌজন্যে: দৈনিক যুগান্তর)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *