লুট করা প্রত্নবস্তু ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা ফেরত দিচ্ছে নেদারল্যান্ডস!

আন্তর্জাতিক সংস্কৃতি ও ঐতিহ্য

সুবর্ণবাঙলা ওয়েব ডেস্ক

.ঔপনিবেশিক আমলে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা থেকে লুট করা শত শত মূল্যবান প্রত্নবস্তু ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। যে জিনিসগুলো ফেরত দেওয়া হবে তার মধ্যে একটি রত্নখচিত ব্রোঞ্জের কামান এবং ‘লম্বক কোষাগার’ থেকে লুট করা গহনাও রয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, সংশ্লিষ্ট দেশগুলো যদি এসব মূল্যবান প্রত্নবস্তু ফেরত দেওয়ার অনুরোধ করে তাহলে সরকারকে এসব আইটেম ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয় একটি প্রতিবেদনে। নেদারল্যান্ডস তার ঔপনিবেশিক অতীতকে ক্রমবর্ধমানভাবে সামনে এনে ভুল স্বীকারের পাশাপাশি এসব সামগ্রী ফিরিয়ে দিতে সম্মত হওয়ার বিষয়টি সামনে এলো।

বিবিসি বলছে, অন্যান্য দেশও সাম্প্রতিক বছরগুলোতে লুণ্ঠিত মূল্যবান নিদর্শনগুলো ফিরিয়ে দিতে শুরু করেছে। এর মধ্যে ১৮৯৭ সালের ব্রিটিশ সামরিক অভিযানের সময় নাইজেরিয়া থেকে চুরি হওয়া কিছু তথাকথিত বেনিন ব্রোঞ্জ ফিরিয়ে দেওয়ার বিষয়ে ব্রিটিশ এবং জার্মান জাদুঘরগুলোর স্বাক্ষর করার বিষয়টি উল্লেখযোগ্য।

সংস্কৃতিমন্ত্রী গুনে উসলু বলেছেন, (এটিই) প্রথমবার আমরা এমন বস্তু ফিরিয়ে দিচ্ছি। এগুলো আসলে নেদারল্যান্ডসে কখনই হওয়া উচিত ছিল না। তিনি আরও বলেন, তবে আমরা শুধু বস্তু ফেরত দিচ্ছি না।

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *