আমাদের স্বাধীনতা এতো ভঙ্গুর বা ঠুনকো নয়

খোলা কলাম

জেমী হাফিজ

আমাদের স্বাধীনতা এতো ভঙ্গুর বা ঠুনকো নয়। তবে কিছু ভদ্রবেশী সুশীল মানুষ তাদের স্বার্থে এই স্বাধীনতা কে হেয়ো করতে দ্বিধা করে না। “এই স্বাধীনতা দিয়ে আমরা কী করুম,” প্রথম আলোর মতো পত্রিকা, এই বাক্যের তৎসংশ্লিষ্ট মিথ্যাচারের মাধ্যমে আসলে কোন ম্যাসেজটা দিতে চেয়ে ছিলো। তারা কি বুঝাতে চায়নি, স্বাধীনতার আদৌ প্রয়োজন ছিলো না? এই বক্তব্যটা সবুজ আহমদ বা জাকির হোসেনের নয়, একাত্তর টিভির রিপোর্ট এবং প্রথম আলোর বিভিন্ন সাফাই সেটাই প্রমাণ করেছে। বাংলাদেশে প্রথম আলোর এখন যে অবস্থান, তাদের এহেন আচরণের জন্য তাদের কে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা কি অনুচিৎ? এর আগেও প্রথম আলো ভোটের লাইনে অপেক্ষমাণ মুসলমান মহিলাদের ছবি ফটোশপ করে মাথায় সিঁদুর লাগিয়ে তাদের হিন্দু হিসেবে এবং সরকারের সমর্থক হিসেবে দেখানোর মতো জঘন্য কাজও করেছিল, কয়জন তা মনে রেখেছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *