বান্ধবীর জন্য প্রায় ১০০০ কোটি টাকার অর্থ রেখে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক জীবনযাপন

সুবর্ণবাঙলা ওয়েব ডেস্ক

বান্ধবীর জন্য ১০০০ কোটি টাকারও বেশি অর্থ রেখে গিয়ে নজির গড়লেন ইতালির প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী। চলতি বছরের গত জুন মাসের ১২ তারিখে প্রয়াত হন ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বেরলুস্কোনি। দেখা যাচ্ছে, তিনি নিজের উইলে বান্ধবীর জন্য ১০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০০০ কোটি টাকার বেশি) অর্থ রেখে গিয়েছেন। সিলভিও’র মোট সম্পত্তির পরিমাণ ৫ হাজার ২৯৪ কোটি টাকারও বেশি। তার মধ্যে থেকেই এই অর্থ নিজের ৩৩ বছর বয়সী বান্ধবী মার্তা ফাসিনার জন্য রেখে গিয়েছেন তিনি। যদিও তাঁর ব্যবসার দিকটি দেখবে দুই সন্তান। উইলে এমনটাই লিখে গিয়েছেন ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *