সুবর্ণবাঙলা প্রতিবেদন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে ন্যাটোপ্রধান জেন্স স্টলটেনবার্গ। ছবি : সংগৃহীত
সুইডেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হিসেবে অনুমোদন দিতে রাজি হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল সোমবার (১০ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। খবর আলজাজিরার
তিনি জানান, সুইডেনকে ন্যাটোর সদস্য করার প্রস্তাব তুর্কি পার্লামেন্টে উত্থাপন করতে সম্মত হয়েছেন এরদোয়ান। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়ামে এরদোয়ান ও সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের মধ্যে এক আলোচনার পর তুরস্ক বিষয়টি সামনে এগিয়ে নিতে সম্মত হয়েছে।
স্টলটেনবার্গ বলেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে প্রেসিডেন্ট এরদোয়ান যত দ্রুত সম্ভব তাদের পার্লামেন্টে সুইডেনকে ন্যাটোর সদস্য করার প্রস্তাব উত্থাপন করতে সম্মত হয়েছেন। এ ব্যাপারে অনুমোদন নিশ্চতে ঘনিষ্ঠভাবে কাজ করতেও সম্মত হয়েছেন তিনি।’ এ জন্য দিনটিকে তিনি ঐতিহাসিক বলেও অ্যাখ্যা দিয়েছেন।
অনেক দিন ধরেই ন্যাটোর সদস্য হওয়ার চেষ্টা করে আসছে ফিনল্যান্ড ও সুইডেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর সেই চেষ্টা আরও জোরালো করে দেশ দুটি। তবে সম্প্রতি ফিনল্যান্ড জোটের সদস্যপদ পেলেও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সুইডেনের সদস্যপদ আটকে রেখেছিল তুরস্ক।
তবে লিথুয়ানিয়ার ভিলনিয়াসে ন্যাটোর শীর্ষ সম্মেলনের উদ্দেশে রওনা দেওয়ার আগে গতকাল সোমবার এরদোয়ান জানান, তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদ দিলেই সুইডেনকে ন্যাটোতে মেনে নেবে আঙ্কারা।
তিনি বলেন, ‘প্রথমে ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের জন্য পথ উন্মুক্ত করুন এবং তারপরে আমরা সুইডেনের জন্য পথ খুলে দেব। যেমনটি আমরা ফিনল্যান্ডের জন্য করেছি।’