সুবর্ণবাঙলা ওয়েবডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় চিত্রনায়িকা মাহিয়া মাহির আয়োজনে ঐতিহ্যবাহী গম্ভীরা গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের রামেশ্বর পাইলট হাইস্কুল মাঠে এসব অনুষ্ঠানের আয়োজন করেন মাহি।
অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় নায়িকা মাহি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে আবারও শেখ হাসিনাকে জয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা আ. লীগ সহসভাপতি আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক ইয়াসিন আলী এবং ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ. লীগ সাংগঠনিক সম্পাদক রাববুল হোসেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি রিফাত হোসেন টুইংকেল।
উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক ইয়াসিন আলী এবং ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ. লীগ সাংগঠনিক সম্পাদক রাববুল হোসেন বলেন, মাহিয়া মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় কমিটির আহব্বায়ক। মাহি অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জনগণকে আবারও শেখ হাসিনাকে ভোট দেওয়ার প্রচার-প্রচারণা করেছেন। অনুষ্ঠানে বিতরণকৃত লিফলেটে মাহির পরিচালিত স্বপ্ন ফাউন্ডেশনের নামও ব্যবহার করা হয়।
তাঁরা বলেন, মাহি বিএনপি এমপির পদত্যাগে শূন্য হওয়া এই চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) সংসদীয় আসনে চলতি বছর ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপ-নির্বাচনে আ. লীগের মনোনয়ন চাইলেও পাননি। তবে মঙ্গলবার ভোলাহাটের অনুষ্ঠানে তিনি নিজের রাজনৈতিক কোনো ইচ্ছা প্রকাশ করেননি। মাহি গত সোমবার (১০ জুলাই) স্থানীয় নেতৃবন্দকে ফোন করে এই অনুষ্ঠানের কথা জানান।
সন্ধ্যা পর্যন্ত চলা অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা গম্ভীরা দলের পরিবেশনাতেও ছিল সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা এবং আসন্ন নির্বাচনে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহির স্বামী রকিব সরকার, জেলা, উপজেলা আ. লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।