মা-বাবা ও ৭ সন্তানের জন্ম একই তারিখে

অন্যান্য আন্তর্জাতিক জীবনযাপন

সুবর্ণবাঙলা ওয়েব ডেস্ক

সবার জীবনেই জন্মদিন একটি বিশেষ গুরুত্ব বহন করে। দিনটি উদযাপনে পরিবার কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে থাকে নানা আয়োজন। কিন্তু কখনো ভেবে দেখেছেন, কেমন হতো যদি পরিবারের সবার জন্মদিন একই দিনে হতো? সচরাচর এমনটা চোখে না পড়লেও সম্প্রতি পাকিস্তানে এক পরিবারের সন্ধান পাওয়া গেছে, যেখানে ৯ সদস্যের জন্মদিন ১ আগস্ট। শুধু তা-ই নয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া এ পরিবারের কর্তা ও গিন্নি বিয়েও করেছিলেন ওই একই দিনে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি দম্পতি আমির আলি ও খুদেজার জন্মতারিখ ১ আগস্ট। তারা বিয়ে করেন ১৯৯১ সালের একই দিনে। এর ঠিক এক বছর পর ১৯৯২ সালের ১ আগস্ট প্রথম সন্তানের জন্ম দেন খুদেজা। এরপর তাদের কোলজুড়ে আসেন যমজ বোন সাসুই ও স্বপ্না, আমির, আম্বার ও যমজ ভাই আম্মার ও আহমার। তাদের সবার জন্মদিনও ১ আগস্ট।

পরিবারের ৯ সদস্যের সবার জন্মদিন একই তারিখে হওয়ার পাশাপাশি একই তারিখে জন্মানো সর্বোচ্চ সংখ্যক ভাইবোনের রেকর্ডও এখন তাদের দখলে। এর আগে পাঁচ সন্তানের জন্মতারিখ মিলে যাওয়ায় এ রেকর্ড আরেকটি পরিবারের দখলে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *