সুবর্ণবাঙলা অনলাইন প্রতিবেদক
সাইবার মনিটরিং সেলের সম্প্রসারিত কার্যক্রমের উদ্বোধন করেন সিআইডিপ্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। ছবি : সংগৃহীত
সাইবার মনিটরিং সেলের সম্প্রসারিত কার্যক্রমের উদ্বোধন করেন সিআইডিপ্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। ছবি : সংগৃহীত
সাইবার মনিটরিং সেলের সম্প্রসারিত কার্যক্রমের উদ্বোধন করেন সিআইডিপ্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। ছবি : সংগৃহীত
পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) সাইবার মনিটরিং সেলের কার্যক্রমের সম্প্রসারণ করা হয়েছে। গত ১১ জুলাই সিআইডিপ্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া এই মনিটরিং সেলের সম্প্রসারিত কার্যক্রমের উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান কালবেলাকে এ তথ্য জানান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতের অভূতপূর্ব উন্নতি আমাদের জীবনযাপনকে যেমন সহজ করেছে তেমনি বয়ে এনেছে কিছু জটিলতাও। নতুন নতুন প্রযুক্তির আগমনে সমাজে অপরাধের ধরন বদলে গেছে। নিত্যনতুন অপরাধের সঙ্গে আমাদের পরিচয় ঘটছে। এসব অপরাধ মোকাবিলায় যুগোপযোগী পদক্ষেপ নিতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিআইডিতে সাইবার মনিটরিং সেলের কার্যক্রমের সম্প্রসারণ করা হয়েছে।
সিআইডি জানায়, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস, সাইবার স্পেসে সরকার ও রাষ্ট্রবিরোধী এবং অন্যান্য অপপ্রচারকারী চিহ্নিতকরণ, সঠিক ও সত্য তথ্য দিয়ে অনলাইনে গুজব ছড়ানো প্রতিহত করার জন্য সাইবার মনিটরিং সেলের কার্যক্রম সম্প্রসারিত করা হয়েছে। এ ছাড়াও ফেসবুক, ইউটিউব, টিকটক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন অপরাধসংশ্লিষ্ট ঘটনায় তথ্য সংগ্রহ করে অপরাধী শনাক্ত করা, অনলাইন গেমিং, অনলাইন জুয়া, ক্রেডিট কার্ড/ভিসা কার্ড জালিয়াতি, অনলাইনে গিফট প্রতারণা, নাইজেরিয়ান ফ্রড ইত্যাদি সাইবার অভিযোগ তদন্ত করে অপরাধী শনাক্ত করা হবে। পাশাপাশি ই-কমার্স এবং এমএফএস প্রতারণা, ফেসবুক ও ইমো হ্যাকিং ইত্যাদি সংক্রান্তে কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সায়েন্টিফিক তদন্ত পরিচালনা করার লক্ষ্যে সাইবার মনিটরিং সেলের কার্যক্রম সম্প্রসারিত করা হয়েছে।
সিআইডি আরও জানায়, সাইবার স্পেসে কেউ সাইবার বুলিং অথবা অপরাধের শিকার হলে সিআইডির ফেসবুক পেজে এবং হটলাইন নম্বর ০১৩২০০১০১৪৮ এ যেন যোগাযোগ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মাইনুল হাসান বিপিএম এনডিসি, ডিআইজি (এইচআরএম), মো. আবু কালাম সিদ্দিক, ডিআইজি (ফরেনসিক), মো. হাবিবুর রহমান ডিআইজি (চট্টগ্রাম ও সিলেট বিভাগ), মো. ইমাম হোসেন ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ), এ কে এম নাহিদুল ইসলাম, ডিআইজি, জনাব শ্যামল কুমার নাথ, ডিআইজি (সিপিসি) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।