সুবর্ণবাঙলা ওয়েবডেস্ক
হলিউড। ছবি : সংগৃহীত
বেতন কমানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে ফলে কর্মক্ষেত্রে তৈরি হওয়া হুমকির কারণে দীর্ঘদিন ধরে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন হলিউডের লেখকরা। বড় স্টুডিওগুলোর কাছে বেশি পারিশ্রমিক চেয়ে একটি চুক্তি করতে চেয়েছে লেখকদের সংগঠন রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ)। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর ধর্মঘটের ডাক দেন হলিউডের লেখকরা।
তাদের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন কোম্পানি লেখকদের পেছনে ব্যয় কমাতে বর্তমানে স্ট্রিমিং সার্ভিসের দিকে ঝুঁকেছে। এতে কাজের পরিবেশ খারাপ হয়ে পড়েছে।
এ দিকে দাবিদাওয়া পূরণ না হওয়ায় লেখকদের এই ধর্মঘটে ১৩ জুলাই থেকে যোগ দিয়েছেন হলিউড অভিনয়শিল্পীরাও। লেখক ও অভিনয়শিল্পীদের এমন যৌথ কর্মবিরতির ঘটনা প্রায় ৬৩ বছর পর ঘটল হলিউডে। এই ধর্মঘটের ফলে হলিউডের টেলিভিশন ও সিনেমার সব ধরনের কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে টিভির জনপ্রিয় ধারাবাহিকগুলো দেরিতে শুরু হচ্ছে। ধর্মঘট চলতে থাকলে সিনেমাগুলোও আটকে যেতে পারে।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দ্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ও আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টের প্রেসিডেন্ট ফ্র্যান ড্রেসচার বলেন, ‘এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, যদি আমরা এখনই একসঙ্গে না দাঁড়াই, সবাই বিপদে পড়ব।’
অন্যদিকে স্টুডিওর প্রতিনিধিত্বকারী দ্য অ্যালিয়েন্স অব মোশন পিকচার ও টেলিভিশন প্রডিউসারস বলছে, এমন ধর্মঘট হতাশাজনক।