আজ রাজধানীর যেসব সড়কে পদযাত্রা-শোভাযাত্রা

রাজনীতি শহর

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

ছবি : সংগৃহীত

সরকার পতনের ‘একদফা’ দাবিতে আজ বুধবার (১৯ জুলাই) ঢাকায় পদযাত্রা করবে বিএনপি। একই সময়ে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

গত ১২ জুলাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে সমাবেশে সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনের অংশ হিসেবে ১৮ জুলাই ঢাকাসহ সব বিভাগীয় ও জেলা পর্যায়ে পদযাত্রার ঘোষণা দেন। পর দিন ১৯ জুলাই ঢাকায়ও একই কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।

এদিকে গত ১৭ জুলাই আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলের এই কর্মসূচির কথা জানানো হয়।

সকাল ১০টায় উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রা শুরু করে বিএনপির পদযাত্রা যাত্রাবাড়ী- পৌঁছাবে বিকাল ৪টায়।

যাত্রাপথ : আব্দুল্লাহপুর- বিমানবন্দর- কুড়িল বিশ্বরোড- নতুন বাজার- বাড্ডা- রামপুরা ব্রিজ- আবুল হোটেল- খিলগাঁও- বাসাবো- মুগদাপাড়া- সায়েদাবাদ-যাত্রাবাড়ী চৌরাস্তা।

এদিকে বিএনপির পাশাপাশি সরকার পতনের যুগপৎ আন্দোলনে থাকা সমমনা জোট ও দলগুলোও আলাদাভাবে একই কর্মসূচি পালন করবে।

এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, বুধবার (১৯ জুলাই) তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হবে। তারপর সেখান থেকে মহাখালী পর্যন্ত শোভাযাত্রা করবে ঢাকা উত্তর আওয়ামী লীগ।

যাত্রাপথ : সাতরাস্তা- তিব্বত- নাবিস্কো- মহাখালী বাস টার্মিনাল।

ঢাকা জেলা আওয়ামী লীগ মহানগরের বাইরে দুদিনই শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *