ফুটেজ দেখে লাঠিসোটা বহনকারীদের শনাক্ত করছে পুলিশ বললেন, ডিএমপি কমিশনার

আইন আদালত জাতীয়

সুবর্ণবাঙলা প্রতিনিধি

ছবি: সমকাল

দুপুর ২টা, রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনের এলাকা। বিএনপির পদযাত্রা ওই এলাকা অতিক্রম করছিল। পদযাত্রায় অনেক নেতাকর্মীর হাতে দেখা যায় লাঠিসোটা। কারো কারো হাতে প্লাস্টিকের বড় পাইপ। পথে পথে দায়িত্বপালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যকে ওয়ারলেস সেটে বলতে শোনা গেল– ‘যাদের হাতে লাঠিসোটা রয়েছে তাদের ছবি এবং ভিডিও তুলে যেন রাখা হয়।’

পরে সমকালের পক্ষ থেকে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে জানা গেল, মঙ্গল ও বুধবার বিএনপির পদযাত্রায় যেসব নেতাকর্মী লাঠিসোটা নিয়ে অংশগ্রহণ করেন তাদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে নাম-পরিচয় জানার পর মাঠ পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বুধবার রাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সমকালকে বলেন, বিএনপির পদযাত্রায় যারা লাঠিসোটা নিয়ে অংশগ্রহণ করেছে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। যে শর্তে তাদের অনুমতি দেওয়া হয় তা ভঙ্গ করেছেন তারা।

দু’দিনের পদযাত্রা রুটের বিভিন্ন পয়েন্ট থেকে গোয়েন্দা ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা এসব নেতাকর্মীর ছবি ও ভিডিও সংগ্রহ করেছেন।

পুলিশের আরেক কর্মকর্তা বলেন, রাজধানীতে বিএনপি পদযাত্রায় পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার আয়োজন ছিল। পদযাত্রার সামনে-পেছনে পুলিশের এসকর্টও ছিল। এরপরও অনেকে লাঠিসোটা এনে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। অনেকের হাতে ছিল শুধুই লাঠিসোটা। কেউ আবার দলীয় পতাকার আড়ালে লাঠি বহন করে।

পুলিশের একাধিক ডিসি ও ওসির সঙ্গে কথা বলে জানা গেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে তারা ভিডিও ফুটেজ দেখে লাঠিসোটা বহনকারীদের শনাক্ত করার কাজ শুরু করেছেন।

এর আগে মঙ্গলবার বিএনপির পদযাত্রায় রাজধানীর বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীদের হাতে লাঠিসোটা দেখা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *