‘ককটেলের মালা’ নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঢোকার চেষ্টা

অন্যান্য আইন আদালত জাতীয়

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

ককটেলের সেই মালা। ছবি : সংগৃহীত

ককটেল দিয়ে তৈরি মালা নিয়ে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ঢোকার চেষ্টা করেছেন এক ব্যক্তি। এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে ধরে ফেলে। রোববার (২৩ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণের সময় ওই ব্যক্তির সঙ্গে আরেক যুবক ছিলেন। ঘটনার পরপরই তাদের আটক করেছে ধানমন্ডি থানার পুলিশ। আটকরা হলেন- আব্দুল হালিম (২৯) ও হালিম রাজ (৩৪)।

ধানমণ্ডি থানার ওসি পারভেজ ইসলাম জানান, হালিম রাজ তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে ঢাকায় চলে আসেন। বর্তমানে তিনি নিজে গান লিখেন, কবিতা লিখেন এবং এডিটিং করেন। তার ইচ্ছা প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুকে নিয়ে তার লেখা কবিতা ও গানের পেনড্রাইভ এবং সিডির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে। এ নিয়ে তিনি বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে তার মনের ইচ্ছার কথা প্রকাশ করেন কিন্তু কোথাও পাত্তা পান না। পরে ধানমন্ডি ৩২ নম্বরের জাদুঘরে কর্মরত আবুল কাশেম ওরফে কিশোরের কাছে গিয়ে তার মনের কথা ব্যক্ত করেন। আসামি জানান, এক বছর আগে কিশোরকে ৩৫ হাজার টাকা দেন, তার সিডি কবিতা এবং গান প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর উদ্দেশ্যে কিন্তু কিশোর টাকা নিয়ে কাজ না করায় তিনি রেগে গিয়ে এই কাজ করেন।

তিনি আরও জানান, বোমা শনাক্তের জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *