ভাড়া করার পর ‘রিকশা’ ছিনতাই করতো তারা

অন্যান্য আইন আদালত

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

ছিনতাই চক্রের তিন সদস্য। ছবি : সংগৃহীত

রাজধানীতে রিকশা ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় মিরপুর মডেল থানার টেকনিক্যাল এলাকা এবং মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিকশা উদ্ধার করা হয়। রিকশা ভাড়া করে পরে সেই রিকশাই ছিনতাই করে তারা!

গ্রেপ্তার ব্যক্তিরা হলো- ফরিদ হোসেন, আলফাজ ও মোহাম্মদ হোসেন।

মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন এসব তথ্য জানান। তিনি জানান, গ্রেপ্তার তিনজনই ঢাকার রিকশা ছিনতাই চক্রের সদস্য। তার মধ্যে ফরিদ মূলহোতা। সে নিজেও রিকশাচালক ছিল। পাঁচ বছর আগে প্রথম রিকশা ছিনতাই করে সে। পরে নিজেই গ্রুপ করে ছিনতাই করা শুরু করে সে। ছিনতাইয়ের সুবিধার্থে তারা একটি মোটরসাইকেলও কেনে। সেই মোটরসাইকেলে করে ঘুরে তারা টার্গেট ঠিক করে। অপেক্ষাকৃত বয়স্ক লোকদেরই তারা টার্গেট করে। তাদের মধ্যে দুজন সেই রিকশা চালকের কাছে যায়। এরপর কিছু মালামাল নির্দিষ্ট গন্তব্যে নেওয়ার জন্য ভাড়া করে। মালামাল তোলার সময় যখন চালক একটু অন্যমনস্ক হয় কিংবা কিছু দূরে যায় তখন সে দুজন রিকশা নিয়ে পালিয়ে যায়। চালক এসে রিকশা খুঁজলে তখন মোটরসাইকেলে বসা অপরজন এসে তাকে উল্টো রাস্তা দেখিয়ে দেয়। গত ১৫ জুলাই তাদের দুজন দক্ষিণ পীরেরবাগ থেকে মিরপুর যাওয়ার কথা বলে রিকশা ভাড়া করে। এরপর প্রথমে ছুরি দেখিয়ে ভয় দেখায়, পরে মারধর করে সেই রিকশা ছিনতাই করে পালিয়ে যায়। আজ এ ব্যাপারে মামলা হলে সকালে টেকনিক্যাল এলাকা থেকে ফরিদ ও আলফাজকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান থেকে গ্রেপ্তার করা হয় হোসেনকে। উদ্ধার করা হয় ছিনতাই করা রিকশাটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ পর্যন্ত শতাধিক রিকশা চুরির কথা স্বীকার করেছে ফরিদ। তার বিরুদ্ধে এ সংক্রান্ত বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *