৩ হাজার গাড়ি নিয়ে মাঝ সাগরে পুড়ছে জাহাজ!

আন্তর্জাতিক ঘটণা- দুর্ঘটনা

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

মঙ্গলবার রাতে ফ্রেম্যান্টল হাইওয়ে নামের জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। ছবি : সংগৃহীত

উত্তর সাগরের নেদারল্যান্ডস উপকূলে প্রায় ৩ হাজার গাড়িবাহী একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। বুধবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাতে পানামার পতাকাবাহী ফ্রেম্যান্টল হাইওয়ে নামের জাহাজটিতে আগুনের সূত্রপাত। জাহাজটি জার্মানি থেকে মিশরে যাচ্ছিল। আগুন লাগার সময় জাহাজটি ডাচ দ্বীপ অ্যামেল্যান্ড থেকে ২৭ কিলোমিটার উত্তরে ছিল।

ডাচ কোস্টকার্ড বলছে, জাহাজের ২৭ জন নাবিকের মধ্যে সবাইকে উদ্ধার করা হয়েছে। আহতের মধ্যে বেশ কয়েকজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

সংস্থাটি বলছে, আগুন নেভাতে উদ্ধারকারী জাহাজ থেকে পানি ছিটানো হয়। তবে দুর্ঘটনাকবলিত জাহাজটি ডুবে যেতে পারে, এমন শঙ্কায় বেশি পানি দেওয়া হয়নি।

ওয়াটারওয়েজ অ্যান্ড পাবলিক ওয়ার্কস বিভাগের মুখপাত্র অ্যাডউইন ভার্স্টিগ বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। জাহাজটি গাড়ি পরিবহন করায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

কোস্টগার্ডের মুখপাত্র অ্যাডউইন গ্রানম্যান বলেন, এ জাহাজ নিয়ে পরবর্তী কী কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে কাজ করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি গাড়িবাহী কার্গো জাহাজে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। চলতি মাসের শুরুতে শতাধিক গাড়িবাহী একটি কার্গো জাহাজে আগুনে নেভাতে গিয়ে নিউ জার্সির দুই দমকলকর্মী নিহত এবং পাঁচজন আহত হন।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে পর্তুগালের আজোরেস দ্বীপের উপকূলে একটি জাহাজে আগুন লেগে হাজার হাজার বিলাসবহুল গাড়ি পুড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *