বিএনপি দেশের মানুষকে অন্ধকারে ঠেলে দিতে চায়: প্রধানমন্ত্রী

জাতীয় রাজনীতি

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব দিক থেকে বাংলাদেশ যখন এগিয়ে গেছে তখন সংবিধানকে পাশ কাটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বারবার নির্বাচন করা হলে বিশ্বের কাছে মুখ দেখানোর জায়গা থাকবে না। আমি দেশে শান্তি চাই। জনগণ যদি আমাকে ভোট দেয় তাহলে থাকব, না দিলে চলে যাব। বিএনপি আবার ভোটের অধিকার হরণ করতে চায়, লুটপাট করতে চায়, দেশের মানুষকে অন্ধকারের মধ্যে ঠেলে দিতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাতে গণভবনে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েকালে তিনি এসব কথা বলেন। গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের এমন একাধিক নেতা এমন তথ্য জানিয়েছেন। রাত ৯টা থেকে প্রায় রাত পৌনে ১১টা পর্যন্ত গণভবনে ছিলেন সংগঠনের নেতারা।

সূত্র জানায়, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় এই অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে ভারমুক্ত করে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *