সুবর্ণবাঙলা প্রতিবেদক
রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় ঈগল পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
শনিবার রাত ১০টার দিকে হাউজবিল্ডিং এলাকার মালেকাবানু স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আশরাফ গণমাধ্যমে বলেন, রাত ১০টা ৪০ মিনিটের দিকে ৯৯৯ থেকে ফোন পেয়ে বাসটিতে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশন থেকে আমাদের একটি টিম সেখানে যায়। ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
তিনি আরও বলেন, তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে, আমরা তা জানতে পারিনি। বাসটি রাস্তায় দাঁড়ানো অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।