সুবর্বাঙলা ডেস্ক
ঊর্বশী রওতেলা মানেই খবর! এতদিন তিনি আর ক্রিকেটার ঋষভ পন্থ চর্চিত যুগল।
ঊর্বশী এক টুইটে লিখেছিলেন, তিনি ঋষভের বন্ধুত্ব স্বীকার করেছেন। সারাক্ষণ তাঁকে নিয়ে খবর। ঋষভ পন্থ গুরুতর দুর্ঘটনায় আক্রান্ত হয়ে হাসপাতালে। সেখানেও নায়িকার উপস্থিতি খবর হয়েছে। যদিও ঋষভ আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁদের মধ্যে কিছুই নেই। ঊর্বশী যা করছেন সবটাই প্রচারের ঝোঁকে। সেই চর্চার রেশ থাকতে থাকতেই নতুন গুঞ্জন। পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ নাকি ঊর্বশীর জন্য পাগল। তিনি নায়িকাকে বিয়ে করার জন্য তৈরি!
গল্প এখানেই শেষ নয়। ঊর্বশীরও নাকি ক্রিকেটারের সঙ্গে যথেষ্ট দহরম মহরম রয়েছে। নাসিমকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া পুলিশ তাঁকে সম্মানসূচক ডিএসপি পদে নিয়োগ করেছে। তার জন্যও অভিনন্দন জানিয়েছেন। এরপরেই সামাজিক পাতায় একটি ভিডিয়ো ভাইরাল। এক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি ক্রিকেটার। তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করেন তাঁরা। তখনই নাকি তিনি কৌতুকের সঙ্গে জানান, কোনও মেয়ে তাঁকে বিয়ে করতে চাইলেই তিনি তৈরি! তার কিছু দিন আগেই ঊর্বশীর সঙ্গে তাঁকে জড়ানো হয়েছে। সবাই দুইয়ে দুইয়ে চার করে দেন, তিনি ঠারেঠোরে ভারতীয় নায়িকার কথাই সম্ভবত বোঝাতে চেয়েছেন।
নাসিম ভীষণ সুদর্শন। তাঁর জন্য পাগল সেই দেশের তরুণী, যুবতীরা। তাঁর সঙ্গে ভারতীয় নায়িকার নাম জড়াতেই স্বাভাবিক ভাবে নড়ে বসেছেন সেই দেশের জনগণ। যদিও নাসিম শাহকে অকারণে ফাঁসানো হয়েছে তাবলে দাবি সেদেশের ক্রিকেট বোর্ডের। বিরক্ত পাকিস্তানি ক্রিকেট অনুরাগীরাও। তাঁদের বক্তব্য, ভিডিয়োটি বিশেষ ভাবে সম্পাদনা করা। যাতে নাসিমের নামে ভুয়ো খবর রটানো যায়।