সুবর্ণবাঙলা প্রতিবেদন
বিএনপি রাজনৈতিক অঙ্গনে ভয়ঙ্কর বিষফোঁড়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকাল পৌনে ৯টায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, দেশের এসব হত্যাযজ্ঞের মূল মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান। এরাই সব অপকর্ম আর অস্থিরতার জন্য দায়ী। আবারও দেশের মাটিতে এসব শুরু করছে বিএনপি। এরা নির্বাচন চায় না, এর বদলে ষড়যন্ত্রের চোরাপথে ক্ষমতায় যেতে চায় তারা।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি বলে আওয়ামী লীগ গুগলিতে মাইর খেয়েছে, কিন্তু বলটা ছিল নো বল; আর নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।