৪৪ ঘণ্টা কর্কশিট ধরে সাগরে ভেসে ছিলেন ১২ জেলে

অন্যান্য ঘটণা- দুর্ঘটনা জাতীয়

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ থাকা ১২ জেলেকে উদ্ধার করেছেন বিভিন্ন ট্রলারের জেলেরা। কর্কশিট আর ফ্লোট রশি দিয়ে বেঁধে ছয়টি বয়া তৈরি করে তাতে ৪৪ ঘণ্টা ভেসে ছিলেন তারা।

বৃহস্পতিবার রাতে সাগরে ভাসতে থাকা অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. ফরিদ, মো. ইলিয়াস, মো. আরাফাত, মো. শাহীন, মো. মোখতার, আখতার হোসেন, নুর মোহাম্মদ, মো. ওসমান, মো. আরজু ও মো. আজিজুল হক। এছাড়া বাঁশখালীর দুই জেলের নাম জানা যায়নি।

জানা যায়, মঙ্গলবার রাতে সাগরে ঝড়ের কবলে পড়ে এফবি আলী শাহ নামের ট্রলারের ১২ জন নিখোঁজ ছিলেন। সাগরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলে তলা ফেটে পানি ঢুকতে শুরু করে মোখতার মাঝির ট্রলারে। তাৎক্ষণিকভাবে কর্কশিট আর ফ্লোট রশি দিয়ে বেঁধে ছয়টি বয়া তৈরি করেন তারা। ছয়জন ছয়টি বয়া নিজেদের কোমরে বেঁধে নেন। পরে একটি রশি দিয়ে ছয়টি বয়া একসঙ্গে বাঁধেন। পরে ট্রলারে বাকি থাকা ছয় জেলেকে তাদের একেকজনের সঙ্গে কোনোমতে ধরে ছিলেন। এভাবে প্রায় ৪৪ ঘণ্টা সাগরে ভেসেছিলেন তারা। এর মধ্যে কখন দিন-রাত গেছে তারা বুঝতে পারেননি। পরে অন্য একটি ট্রলার তুলে নেয়।

কোস্টগার্ড (পূর্ব জোন) সাঙ্গু স্টেশনের কনটিনজেন্ট কমান্ডার (সিসি) মোস্তাক আহমেদ বলেন, সাগরে ভাসমান ১০ জেলেকে পতেঙ্গার একটি ট্রলার এবং আরও দুইজনকে ভোলার জেলেরা উদ্ধার করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *