সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
চিনিভর্তি ট্রাকসহ আট দুইজন
সিলেটের প্রধান পাইকারি বাজার নগরীর কালিঘাটে ভারতীয় চিনিভর্তি ট্রাক নিয়ে প্রবেশকালে দুইজনকে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার সকালে কালিঘাট বাজারের পাশের ক্বীন ব্রিজের নিচ থেকে ট্রাকটি জব্দ করা হয়। ওই সময় চোরাই পথে আসা ৫০ বস্তা (২৫০০ কেজি) ভারতীয় চিনি উদ্ধার ও ডিআই পিক-আপ ট্রাকসহ (ঢাকা মেট্রে ন-১১-৯৫৮৮) দুইজনকে আটক করে এপিবিএন।
আটককৃতরা হচ্ছেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে এমরান হোসেন ও জমশেদ আলীর ছেলে জাবের আহমেদ। তারা ট্রাকভর্তি চিনি নিয়ে ছাতক থেকে কালিঘাটে বিক্রির জন্য আসছিলেন। এ ঘটনায় এসআই মো. নুরুল হুদা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলাম জানিয়েছেন, বিভিন্ন দায়িত্বের পাশাপাশি এপিবিএন সীমান্তে চোরাচালান নিয়েও কাজ করছে। সম্প্রতি গণমাধ্যমে চিনি চোরাচালন নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টির নজরদারি করা হয়। গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে ট্রাকভর্তি চিনি উদ্ধার করা হয়।